Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে তালেবানের হামলা, ৯ পুলিশ নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৫:০৮ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৫:০৮ PM

bdmorning Image Preview


আফগানিস্তানে তালেবান হামলায় দেশটির নয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের কাউন্সিল সদস্য আবদুল সামাদ সালেহি তালেবান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার বিকেলে নিরাপত্তা বাহিনীর একটি বহরে তালেবান হামলা করলে এ প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা প্রদেশটির আনারদারা জেলায় রাস্তার পাশে একটি বোমা নিষ্ক্রিয় করতে যাচ্ছিল।

হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তালেবান। তবে তালেবানরা প্রায়ই প্রদেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকেন।

আবদুল সামাদ সালেহি বলেন, নিরাপত্তা বাহিনীর বহরে হামলার পরপরই তালেবানের অন্যান্য সদস্যরা জেলার পুলিশ সদর দফতরে আক্রমণ করেন। এরপরই নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণ পর সেখানে নিরাপত্তা বাহিনীর আরো সদস্য পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আফগানিস্তানে বহু বছর ধরে তালেবানদের সঙ্গে চলা যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ‘শান্তি’ আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি। এ আলোচনা ইতিবাচকভাবেই এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে উভয়পক্ষই।

Bootstrap Image Preview