Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গোপসাগরে ভারতীয় চোরাই পণ্যসহ আটক ১০

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৫:০২ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৫:০২ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস, পাচার কাজে ব্যবহৃত বলগেট জাহাজসহ দশ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় কলাপাড়ার কাউয়ারচর সমুদ্র উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীর সমুদ্র থেকে এসব অবৈধ পণ্যসহ পাচারকারীদের আটক করা হয়।

আটককৃতরা- পটুয়াখালীর লাউকাঠীর সবুজ (৩৫), বাগেরহাট মোড়েলগজ্ঞের ওজিয়ার রহমান (৪০), শহীদ শেখ (৩৯), মন্টু মিয়া (৪০), ঢাকার ডেমরার আরিফ হোসেন (২৮), লিটন (৩৫), নারায়নগঞ্জ সোনারগাঁর জাহিদুল (২৮), ফরিদপুর নগরকান্দার আওলাদ মিয়া (২৬), বেল্লাল মিয়া (২০), আলী মিয়া (২৩)। তাদের মহিপুর থানা মামলাসহ আটকৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হবে।

আটককৃতরা জানায়, সমুদ্রপথে ভারত থেকে আসা এসব পণ্য সাগর থেকে বালুর বলগেট জাহাজের মাধ্যমে তাদের সাথে জনপ্রতি ৫ হাজার টাকা দেয়ার চুক্তি হয়েছে। পটুয়াখালীর পুরান বাজার এলাকার প্রফুল্ল ও জয়দেব নামে দুই ব্যক্তির কাছে এসব পৌঁছে দেয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার বেলা তিনটায় কোস্টগার্ড নিজামপুর স্টেশনের কন্টিজেন্স কমান্ডার মো. ইদ্রিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার কলাপাড়া উপজেলার কাউয়ারচর থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীর সমুদ্রে অভিযান চালিয়ে একটি বালুর বলগেট জাহাজে থেকে ৩২৪টি ছোট-বড় গাইডে অবৈধ কাপড়ের গাইড আটক করা হয়।

Bootstrap Image Preview