Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেলে শ্রমিকের

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৪:৪৩ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৪:৪৩ PM

bdmorning Image Preview


বান্দরবানে বেপরোয়া পাজেরো গাড়ির ধাক্কায় সাহেদ (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে আলীকদম উপজেলার কলার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক চকরিয়ার বাসিন্দা লেদু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার কাজে নিয়োজিত শ্রমিক সাহেদ সকালে রাস্তা নির্মাণ কাজের জিনিস গাড়িতে তুলছিল। এমন সময় বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা একটি পাজেরো গাড়ি তাকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। সাথে সাথে অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত আলীকদম সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।

এ বিষয়ে আলীকদম থানার ওসি (তদন্ত) কানন চৌধুরী বলেন, গাড়ির ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা গাড়িটিকে জব্দ করেছি। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview