Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাথরঘাটায় বেসরকারি শিক্ষকদের মানববন্ধন 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৩:৪২ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৩:৪২ PM

bdmorning Image Preview


বরগুনার পাথরঘাটায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪ শতাংশ বেতন কর্তন আদেশের স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আজ (২৫ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটা প্রেসক্লাব কার্যলয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, (বিটিএ)’র পাথরঘাটা উপজেলা সভাপতি আব. খালেক নাজির  সাধারন সম্পাদক মো. গোলাম মাওলা, পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম রেজা, হাড়িটানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার মিত্র, কে কে আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সবুর প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকার শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টে কোনো প্রকার বাড়তি সুবিধা না রেখে শিক্ষকদের সামান্য বেতন থেকে ৬ শতাংশ এরপর নতুন করে ৪ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়। যা শিক্ষকদের সঙ্গে এক প্রকার অন্যায় করা হচ্ছে। তারা এ আদেশ স্থায়ীভাবে বাতিলের দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।

Bootstrap Image Preview