Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, জুলাই ২০১৯ | ২ শ্রাবণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

এবার শচীন ও লক্ষ্মণকেও বিসিআইয়ের নোটিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০২:২৫ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০২:২৫ PM

bdmorning Image Preview


ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য হওয়া সত্ত্বেও আইপিএল-এ যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর হওয়ায় স্বার্থের সংঘাতের অভিযোগে শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণকে নোটিস পাঠালেন বিসিসিআই-এর ওম্বাডসম্যান তথা এথিকস অফিসার ডি কে জৈন।

এর আগে ক্রিকেট উপদেষ্টা ও মেন্টরের পদ একই সাথে পালন করা স্বার্থের সংঘাতের অভিযোগে উঠেছিল গাঙ্গুলীর বিপক্ষে। একই অভিযোগের ভিত্তিতেই সৌরভের পর এবার স্বার্থ সংঘাতের প্রশ্নে জবাব দিতে হবে এই দুই কিংবদন্তি ক্রিকেটারকে। ২৮ এপ্রিলের মধ্যে সচিন-লক্ষ্মণের উত্তর জানতে চেয়েছে বোর্ড। 

বোর্ডের অম্বুডসম্যানের তরফ থেকে জানানো হয়েছে, বোর্ডের নিয়মাবলীর ৩৯ নম্বর ধারা অনুযায়ী স্বার্থ সংঘাতের যে বিষয়টি উল্লেখ আছে, এই দুই ক্রিকেটারের ক্ষেত্রে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

এমনকি অম্বুডসম্যানের তরফ থেকে এও জানানো হয়েছে ২৮ এপ্রিলের মধ্যে সদুত্তর না মিললে বোর্ড ব্যবস্থা গ্রহণ করলে তাঁর পরিপ্রেক্ষিতে এই দুই ক্রিকেটারের কোনও আবেদন কার্যকর হবে না। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে শচীন ও লক্ষ্মণের প্রতিক্রিয়া মেলেনি।

Bootstrap Image Preview