Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্বাক্ষর জালের আশঙ্কায় এরশাদের জিডি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০২:২৩ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০২:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


স্বাক্ষর জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় সাধারণ ডায়েরি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার (২৪ এপ্রিল) রাজধানীর বনানী থানায় জিডির বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মিথুন।

সংশ্নিষ্ট সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জিডিতে উল্লেখ করেছেন, তার শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে কেউ স্বাক্ষর নকল করে দলের প্রয়োজনীয় কাগজপত্র, দলের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নেওয়া, ব্যাংক হিসাব জালিয়াতি, পারিবারিক সম্পদ, দোকানপাট এবং ব্যবসা-বাণিজ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে।

একই কারণে তার আত্মীয়-স্বজনের জানমালও হুমকির মুখে রয়েছে। কেউ যেন এমন অপরাধ করতে না পারে সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা দরকার। এ কারণেই তিনি জিডি করছেন। গতকাল দুপুর ২টার দিকে এরশাদের প্রটোকল অফিসার পুলিশের উপ-পরিদর্শক বাবুল, এরশাদের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হোসাইন তার পক্ষে বনানী থানায় গিয়ে জিডিটি করেন।

এই বিষয়ে বনানী থানার ডিউটি অফিসার এসআই মিথুন রাতে বলেন, নিয়ম অনুযায়ী জিডিটি নথিভুক্ত করার পর একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

বনানী থানার পরিদর্শক শায়হান ওয়ালীউল্লাহ বলেন, জিডির নম্বর (১৫০২) অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। এরপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে এরশাদ তার সব সম্পত্তি তিনিসহ পাঁচজনকে নিয়ে গঠিত একটি ট্রাস্টে দান করেছেন। এ ট্রাস্টে এরশাদের স্ত্রী বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ ও ছোট ভাই জিএম কাদেরকে রাখা হয়নি।

গত মাসের ২২ মার্চ জিএম কাদেরকে বিরোধীদলীয় উপনেতার পদ থেকে সরিয়ে রওশন এরশাদকে মনোনীত করেন এরশাদ। এর আগে তাকে দলের কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলেও গত ৫ এপ্রিল পুনর্বহাল করেন জিএম কাদেরকে। পদ-পদবি নিয়ে জাপায় টানাপড়েন চলছে। এর মধ্যেই জিডি করলেন এরশাদ।

Bootstrap Image Preview