Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুক্তিযোদ্ধার জমি দখল করে স্কুল কমিটির ভবন নির্মাণের অভিযোগ 

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি       
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ১২:০৭ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ১২:০৭ PM

bdmorning Image Preview


ফরিদপুরের চরভদ্রাসনে মুক্তিযোদ্ধার জমি দখল করে স্কুল কমিটির নতুন ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরসুলতানপুর গ্রামে।

এ ব্যাপারে মুক্তিযোদ্ধার বিধাব স্ত্রী আঞ্জুমান আরা বেগম ফরিদপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সরেজমিনে গতকাল মঙ্গলবার সকালে উক্ত স্থানটি ঘুরে দেখা যায়, উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরসুলতানপুর গ্রামে ১৯৮৯ইং সালে প্রায় ৪২শতক জায়গার উপর চরসুলতানপুর উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। পরবর্তীতে স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উক্ত স্কুলটিতে নতুন করে আরো একটি ৩য় তলা ভবন নির্মাণসহ স্কুলের চতুর্দিকে বাউন্ডারি নির্মাণের জন্য ১ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়।

এদিকে, ম্যানেজিং কমিটি স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য কিছু স্থানীয় একটি মহলের যোগসাজসে স্কুল সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মালেক মোল্যার প্রায় ৩শতক জমি জবর দখল করে পূর্ব পাশে দোতলা ভবন ঘেষে নতুন ৩য় তলা ভবন নির্মাণের নীল নকশার পায়তারা করে চলেছেন বলে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের অভিযোগ।

এ বিষয়ে গতকাল বুধবার সকালে স্থানীয় সাংবাদিকরা উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে, এসময় স্কুল কমিটির সদস্য কাসেম মোল্যা সাংবাদিকদের দেখে উত্তেজিত হয়ে পরে এবং কোন কিছু বুঝে উঠার আগেই কাসেম মোল্যা উপস্থিত সাংবাদিকদের ওপর চড়াও হয়ে উঠে ও তাদের সাথে রাগারাগি ও দুর্ব্যবহার করতে থাকে। শুধু তাই নয় এক পর্যায় স্কুল কমিটির উপস্থিতিতেই কিছু বহিরাগত লোকজনেরা সাংবাদিকদেরকে নানা ধরনের হুমকি-ধুমকি দিতে থাকে। 

Bootstrap Image Preview