Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরামপুরে দুই ভুয়া সেনা সদস্য আটক

হিলি প্রতিনিধি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ১০:৫৫ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১০:৫৫ PM

bdmorning Image Preview


দিনাজপুরের বিরামপুরে অবৈধভাবে সেনা বাহিনীর পোশাক পড়ে ঘোরাফেরা করার সময় দুই ভুয়া সেনাসদস্যকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) ভোররাতে উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের কলেজ বাজার নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২৯।

পুলিশ জানায়, পুলিশের একটি টহলদল রাতে কলেজবাজারে সেনাবাহিনীর পোষাক পরিহিত দু’জনকে দেখে, তাদের সাথে কথা বলার সময় সন্দেহ হয়। পরে তাদের থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা দু’জন ভুয়া সেনা সদস্য বলে স্বীকার করে।

ভুয়া দুই সেনা সদস্য আটক ও মামলার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনর্চাজ মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তিদের ব্যাগ তল্লাশী করে নিপা, আরেফিন, সিফাত নামে তিনটি নেমপ্লেট, রেল ভ্রমণের আজ্ঞাপত্র ও দু’টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, আরিফুল ইসলাম ওরফে শুভ (২০) বগুড়া জেলার সোনাতলা থানার শেমপুর গ্রামের আবেদুল ইসলামের ছেলে এবং রায়হান কবির (২১) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার হরিরামপুর গ্রামের  রফিকুল ইসলামের ছেলে।

Bootstrap Image Preview