Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মানবিক আবেদন: মায়ের একমাত্র অবলম্বন ইদ্রিস বাঁচতে চায়

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ১০:২২ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১০:২২ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালায় দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত এতিম যুবক মো ইদ্রিস আলী বাঁচতে চায়। সমাজের সহৃদয়বান মানুষদের সহযোগিতা পেলে মাত্র ৭ লক্ষ টাকা হলে বেঁচে যেতে পারে ইদ্রিস আলী। আর তাতেই বেঁচে থাকবে ইদ্রিসের বিধবা মাসহ পরিবারের অন্য সদস্যরা। এতিম যুবক ইদ্রিস আলী তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামের মৃত জাহান আলী সরদারের ছেলে।

ইদ্রিসের চাচা ভ্যানচালক বিল্লাল সরদার জানান, হতদরিদ্র জাহান আলী সরদার মারা যাবার পর তার ছেলে মো ইদ্রিস সরদার (২৩) হোটেলে কাজ করে অসহায় মায়ের ভরন পোষণসহ সংসার চালিয়ে আসছিল। কিন্তু এরই মাঝে ইদ্রিস একের পর এক অসুস্থ্য হতে থাকে। একপর্যায়ে খুলনার বিশেষজ্ঞ ডাক্তার এর কাছ থেকে পরীক্ষা করানোর পর পেটের নাড়িতে ক্যান্সার ধরা পড়ে। যা গত প্রায় ১ মাস আগে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতাল থেকে পুনরায় পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়।

এই পরীক্ষাগুলো করাতেই ভিটে-বাড়ির সামান্য জমিটুকু বন্ধক রাখতে হয়েছে ইদ্রিসের ভূমিহীন বৃদ্ধা ও বিধবা মা’কে। বর্তমানে টাঙ্গাইলের কুমদিনি হাসপাতালে চিকিৎসাধিন ইদ্রিস আলী প্রয়োজনীয় চিকিৎসা পেলেই সুস্থ্য হয়ে যাবে বলে সেখানকার বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন।

এ জন্য তার ৭ থেকে ৮ লক্ষ টাকা ব্যয় হবে। কিন্তু হতদরিদ্র এতিম যুবক ইদ্রিস আলীর বৃদ্ধা ও বিধবা মায়ের পক্ষে এই টাকা যোগাড় করা সম্ভব নয়। যে কারণে ইদ্রিসের চিকিৎসা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। একইসাথে অনিশ্চিত হয়ে পড়েছে ইদ্রিসের হতভাগ্য মায়ের বাকী জীবন ও সংসার।

এ কারণে এতিম যুবক ইদ্রিস আলীর জীবন রক্ষায় তার চাচা দিনমজুর বিল্লাল সরদার সমাজের দানশীল মানুষদের সুদৃষ্টিসহ সহযোগিতা কামনা করেছেন।

ইদ্রিস আলীকে আর্থিক সহযোগিতা প্রদানসহ সার্বিক বিষয়ে যোগাযোগ করার জন্য ০১৯৪৭ ১৪১৬০৬ (মোবাইল ব্যাংকিং বিকাশ) ও ০১৭৫৩ ৮২৬১৫৯ নং মোবাইল ফোনে বিল্লাল সরদারের সাথে যোগাযোগ করার জন্য করুণ আকুতি জানানো হয়েছে।

Bootstrap Image Preview