Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আশ্বাসে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ১০:১২ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১০:১২ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের কাছ থেকে পাঁচ দফা দাবি পূরণের ইতিবাচক আশ্বাস পাওয়ায় ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।

আজ বুধবার অবরোধ প্রত্যাহার করেন তারা।

কবি নজরুল ইসলাম কলেজের ছাত্র জাহানারুল হক নোমান বলেন, ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী আজ তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়ায় তারা তাদের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘শিগগিরই আমরা ঢাবি উপাচার্যের সঙ্গে দেখা করব এবং এরপর ভবিষ্যতে আন্দোলন চালিয়ে যাবো কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত-নিউমার্কেট সড়ক কয়েক ঘণ্টা অবরোধ করে রাখে প্রায় ৪০০ শিক্ষার্থী। রাজধানীর ব্যস্ততম সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হওয়ায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রাব্বানি বলেন, ‘তাদের দাবি-দাওয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত রয়েছে। আমরা ইতিমধ্যে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশ ও ফলাফল নিয়ে আবেদন করলে তাদের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করার ব্যবস্থা নিয়েছি।’

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশ, গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশ ও পরীক্ষার খাতার পুনর্মূল্যায়ন।

এ ছাড়াও সাত কলেজ পরিচালনার জন্য আলাদা প্রশাসনিক ভবন, প্রতিটি কলেজে মাসে অন্তত ১৪টি ক্লাস ঢাবি শিক্ষকদের নেওয়ার ব্যবস্থা, আলাদা একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ এবং সেশনজট নিরসনে ক্রাশ প্রোগ্রাম নেওয়ার দাবি শিক্ষার্থীদের।

Bootstrap Image Preview