Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ১৯ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ১০:১০ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview


চট্টগ্রামে সীতাকুণ্ডে মাত্র দুই দিনের ব্যবধানে বন বিভাগ ফের অভিযান চালিয়ে ২টি কাভার্ডভ্যান থেকে সাড়ে ১৮ লক্ষ টাকার চোরাই গোল সেগুন কাঠ উদ্ধার করেছে। এ সময় কাঠ পাচারে ব্যবহার করা দুটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক ও সহকারী পালিয়ে গেছে।

বুধবার (২৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদামবিবিরহাট এলাকায় ফৌজদারহাট ফরেষ্ট চেক স্টেশনের সামনে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফৌজদারহাট ফরেষ্ট বিট-কাম-চেক স্টেশনের কর্মকর্তারা এ অভিযান চালায়।

বনবিভাগ জানায়, চট্টগ্রাম শহর থেকে ২টি (ঢাকা মেট্রো- ন-১৭-৭৯৬০ ও ঢাকা মেট্রো- ন-১৭-৫৯৫৮) কাভার্ডভ্যানে সেগুন গোল কাঠ ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় বন কর্মকতা মোঃ বখতিয়ার নূর সিদ্দিকীর নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশনের কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, স্টেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় বুধবার ভোরে কাঠ বোঝাই কাভার্ডভ্যান দুটি আটক করা হয়।

ফৌজদার হাট বিট-কাম-চেক স্টেশন কর্মকর্তা ফরেষ্টার মোঃ আরিফুল ইসলাম বলেন, জব্দকৃত বনজ দ্রব্যের আনুমানিক মূল্য সাড়ে ১৮ লক্ষ টাকা। আটক করা কাঠ ও গাড়ির বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে গত ২২ এপ্রিল ১৫ লক্ষ টাকার গোল সেগুন গাছসহ ১টি কাভার্ড ভ্যানে আটক করা হয়।

Bootstrap Image Preview