Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘সঠিক বয়সে শারীরিক পরিবর্তন না হলেও সেটি সমস্যা’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


গাজীপুরের শ্রীপুরে বয়সভেদে শারীরিক পরিবর্তনের বিষয়গুলোকে উম্মোচিত করতে ওরিয়েন্টেশন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

১০ থেকে ১৪ বছরের মধ্যে নারী-পুরুষের মধ্যে বিভিন্ন প্রকারের শারীরিক পরিবর্তনের বিষয়গুলো নিয়ে এতে আলোচনা করা হয়।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সানজিদা সুলতানা বলেন, লোকলজ্জার ভয়ে আমাদের শারীরিক পরিবর্তনের বিষয় আমাদের সহপাঠীদের কাছেও শেয়ার করতে পারিনি। অথচ এটি ১০ বছর থেকে ১৪ বছর বয়সের প্রত্যেক নারীর ক্ষেত্রেই এরকমটি ঘটে। আবার এ সময়ে শারীরিক পরিবর্তন না ঘটলে সেটিও সমস্যা। এর জন্য চিকিৎসকের কাছে যেতে হবে। আজকের আয়োজনে এ বিষয়টিও স্পষ্ট হয়েছি।

বিদ্যালয়ের দশম শ্রেণি বিজ্ঞান শাখার শিক্ষার্থী মেহেদী হাসান ও বিল্লাল হোসেন বলেন, ১০ থেকে ১৪ বছর বয়সে পুরুষের শারীরিক পরিবর্তনে শরীর অনেক সময় দুর্বল হয়ে পড়ে। একা একা ভেবে ভয় লাগত। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারতাম না।

একই শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী হাসানুজ্জামান বলেন, আজকের অনুষ্ঠানে সব উম্মোচন করে দেয়া হল। আমরা একসাথে এই বিষয়টি সবাই জানতে পেরেছি। এখন থেকে শারীরিক পরিবর্তনের বিষয়গুলো আমাদের কাছে লজ্জা, ভয় বা সংকোচ করার মতো কোনো বিষয় হিসেবে থাকবে না।

বয়সন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ওরিন্টেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল হক খান, ডা. আরিফ রাব্বানী, উপজেলা পরিবার পরকল্পনা কর্মকর্তা জিনাত শারমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ, শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।

Bootstrap Image Preview