Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিতার নাম বদলে ‘পাকিস্তান কন্যা’ রাখার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৮:৩৫ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০৮:৩৫ PM

bdmorning Image Preview


২২ বছর বয়সী তাতহির ফাতেমা জন্মনিবন্ধনে তার পিতার নাম বদলাতে সুপ্রিমকোর্টে আবেদন জানান।

আবেদনে ফাতেমা সুপ্রিমকোর্টকে জানান, যে ব্যক্তিকে সে কখনও দেখেনি, যে কখনও তার ভরণপোষণ বহন করেনি, তাকে সে পিতা হিসেবে মেনে নেবে না।

তাই জন্মনিবন্ধন ও অন্যান্য কাগজপত্রে পিতার নাম বদলিয়ে ‘পাকিস্তান কন্যা’ রাখার আবেদন করেছিল সে।

এ আবেদনের পর পাকিস্তানের ইসলামিক গবেষণা পরিষদ (কাউন্সিল অব ইসলামিক আইডলোজি) জানিয়েছে, নিজের পরিচয়ের ক্ষেত্রে পিতার নাম বাদ দিয়ে ‘পাকিস্তান কন্যা’ রাখা ইসলামসম্মত নয়।

আলোচিত তাতহির ফাতেমার নাম বিষয়ে পর্যালোচনার পর এ সিদ্ধান্ত দেয় পাকিস্তানের শরিয়া বোর্ড।

তাতহির ফাতেমার নাম বিষয়ে সুপ্রিমকোর্টের নির্দেশনার পর মঙ্গলবার এ বিষয়ে পর্যালোচনা বৈঠক করে ইসলামিক গবেষণা কাউন্সিল।

সংস্থাটির প্রধান আইয়াজ কিবলাহ এ বিষয়ে নিজেদের পর্যালোচনাটি সুপ্রিমকোর্ট ও মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।

পর্যালোচনায় বলা হয়, নিজের পিতৃপরিচয় থাকতে অন্য কারো দিকে তা সম্বন্ধিত করা ইসলামে বৈধ নয়। তাই তাতহির ফাতেমার পরিচয়ের ক্ষেত্রে পিতার নাম সরিয়ে ‘পাকিস্তান কন্যা’ রাখা শরিয়তসম্মত নয়।

এ ধরনের প্রচেষ্টাকে নিরুৎসাহিত করতেও সুপ্রিমকোর্ট ও সরকারকে অনুরোধ করেছে ইসলামিক গবেষণা কাউন্সিল।

Bootstrap Image Preview