Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৬:৫০ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০৬:৫০ PM

bdmorning Image Preview


বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট’র পিইসি ও জেএসসি পরীক্ষা ২০১৮-এ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) প্রতিষ্ঠানের ‘কুশিয়ারা মিলনায়তনে’এ সংবর্ধণা প্রদান করা হয়।

প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মাধ্য্যমে এ উপলক্ষে আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়ন অধিনায়ক প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের কো-চেয়ারম্যান লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল (পিএসসিএসি)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই কৃিত শিক্ষার্থীরাই হবে এদেশের ভবিষ্যৎ কর্ণধার। এই মেধাবিদের হাতেই থাকবে এদেশের নেতৃত্ব ও আগামীর বাংলাদেশ। তিনি শিক্ষার্থীদেরকে লক্ষ্যে পৌঁছার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সিরেট সেক্টরের জিএসও-২ মেজর মোঃ মেসবাহ্ উদ্দীন রাসেল।

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে পিইসি পরীক্ষায় মোট- ৯৭ জন এবং জেএসসি পরীক্ষায় মোট- ৩১ জন জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, উভয় পরীক্ষায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশের হার ছিল শতভাগ। সংবর্ধণা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা/ শিক্ষার্থীসহ তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview