Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লংকান প্রধানমন্ত্রীকে ফোন দিলেন ইমরান খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৬:২২ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০৬:২২ PM

bdmorning Image Preview


শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় ৩৫৯ জন নিহতের ঘটনায় সমবেদনা জানাতে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহা. ফায়সাল জানিয়েছেন।

রনিল বিক্রমাসিংহের সঙ্গে ফোনালাপে ইমরান খান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শ্রীলংকার এই গভীর সংকটে পাকিস্তান তাদের পাশে আছে জানিয়ে শ্রীলংকার প্রধানমন্ত্রীকে ইমরান বলেন, ভয়াবহ এ হামলায় এত মানুষের মূল্যবান প্রাণহানিতে পাকিস্তানের জনগণ খুবই উদ্বিগ্ন। এ দুঃসময়ে আমরা শ্রীলংকার ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই।

সন্ত্রাসীরা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম ও দেশ নেই। তারা পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি।

শ্রীলংকায় সন্ত্রাসীদের দমনে যে কোনো পদক্ষেপে পাকিস্তান সহায়তা করবে বলেও লংকান প্রধানমন্ত্রীকে ইমরান খান আশ্বস্ত করেন।

Bootstrap Image Preview