Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নুসরাত হত্যার বিচারের দাবিতে রাজশাহী কলেজে মানববন্ধন

আমানুল্লাহ আমান, রাজশাহী প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৫:২৯ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০৫:২৯ PM

bdmorning Image Preview


যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী কলেজ দৈনিক খোলা কাগজ পাঠক ফোরাম 'এগারজন'।

বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক’, ‘নুসরাত হত্যার সুষ্ঠু বিচার চাই’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেন। মানববন্ধনে বাংলাদেশে নারী সমাজের ওপর বিভিন্ন নির্যাতনের ঘটনা উল্লেখ করে শিক্ষার্থীরা তদন্তসাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেন।

রাজশাহী কলেজ শাখা এগারজন’র সভাপতি রবিউল ইসলামের ব্যবস্থাপনায় এবং সাধারণ সম্পাদক মোঃ হিজবুল্লাহের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, রাজশাহী কলেজ 'এগারজন'র প্রধান উপদেষ্টা ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিসুজ্জামান (মানিক), বাংলা বিভাগের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ রহমত উল্লাহ প্রমুখ।

মানববন্ধনে এগারজন'র উপদেষ্টা ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিসুজ্জামান (মানিক) বলেন, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক’, ‘নুসরাত হত্যার সুষ্ঠু বিচার চাই’। এখনই আমাদের সোচ্চার হতে হবে। বাংলাদেশে নারী সমাজের ওপর বিভিন্ন নির্যাতনের ঘটনা উল্লেখ করে সুষ্ঠু বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় একটি প্রতিষ্ঠান, সেখানেও আজ আমার বোন কিংবা মা কেউই নিরাপদ নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে এসেও আমরা যদি নিরাপদ থাকতে না পারি তাহলে নিরাপত্তা পাবো কোথায়? আজ আমার বোন খুন হয়েছে তো কাল অন্যজন খুন হবে। নরপশুদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন, যারা এই ঘৃণ্য অপকর্মের সঙ্গে জড়িত, তাদের সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হোক। তাদের যেন এমন শাস্তি দেয়া হয়, যাতে করে পরবর্তীতে কেউ এই ঘৃণ্য অপকর্ম করার দুঃসাহস দেখাতে না পারে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক তরুণ কণ্ঠের রাজশাহী প্রতিনিধি আমানুল্লাহ আমান, এগারজন'র সাংগঠনিক সম্পাদক তানজিন তামান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া হোসেন স্বাধীন, কার্যকরী সদস্য জাকিয়া সুলতানা, শাহাজাহান আলম, মাহাফুজুর রহমান ফিজার, রাজশাহী মহানগরের দি হাঙ্গার প্রজেক্ট এর সমন্বয়কারী অন্তরা আক্তার, জোবাইদা আক্তার, সাবিহা তানজীম, সিদ্ধা আক্তার প্রমুখ।

Bootstrap Image Preview