Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৭.৬৯ সেকেন্ডে গোল,ভেঙে গেল ১৯ বছরের রেকর্ড 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০৪:৫২ PM

bdmorning Image Preview


রেফারি বাঁশি বাজিয়ে ম্যাচ শুরু করতে না করতেই গোল। দর্শকরাও হয়ত ঠিকমত বসতে পারেনি, তার আগেই মাত্র ৭.৬৯ সেকেন্ডে ওয়াটফোর্ডের জালে বল পাঠিয়ে সাউদাম্পটনের স্ট্রাইকার শেন লং প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে।

কিক অফের পর পাস পেয়েছিলেন ওয়াটফোর্ডের ডিফেন্ডার ক্রেইগ ক্যাথকার্ট। বলটি ক্যাথকার্ট উড়িয়ে মেরেছিলেন সতীর্থদের দিকে। কিন্তু আয়ারল্যান্ডের জাতীয় দলের স্ট্রাইকার লং বলটি পেয়ে গোলরক্ষক বেন ফস্টারের মাথার উপর দিয়ে জালে প্রবেশ করান। ধুকতে থাকা সাউদাম্পটনের হয়ে লংয়ের এটা মৌসুমের চতুর্থ গোল। গত চার ম্যাচ থেকে এসেছে তিনটি গোল।

এর আগে টটেনহ্যামের ডিফেন্ডার লিডলে কিং ২০০০ সালের ডিসেম্বরে ব্র্যাডফোর্ডের বিপক্ষে ৯.৯ সেকেন্ডে গোলে করে এতদিন পর্যন্ত দ্রুততম গোলের রেকর্ডটি ধরে রেখেছিলেন। ৩২ বছর বয়সী লং সেই রেকর্ডকে ছাড়িয়ে গেলেন। মঙ্গলবার ব্রাইটনের বিপক্ষে টটেনহ্যামের ম্যাচটি উপভোগ করতে স্পারসদের নব নির্মিত মাঠে উপস্থিত ছিলেন কিং। আর সেখানে বসেই নিজের করা ১৯ বছরের রেকর্ড ভঙ্গের সংবাদটি তিনি পেয়েছেন।
সূত্রঃ বাসস

Bootstrap Image Preview