Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

 ঝিনাইদহ প্রতিনিধি 
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ১২:৫৫ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১২:৫৫ PM

bdmorning Image Preview


‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

এর আগে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।

পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা: সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাসানুজ্জামান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব আলী, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: দুলাল চক্রবর্তী, ঝিনাইদহ সদর আসনের সংসদ সদস্য’র প্রতিনিধি পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস।

অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ।

বক্তারা, গর্ভবতী মা ও ১ দিন থেকে ৫ বছর বয়সী শিশুদের পুষ্টি বিষয়ে বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২৩ এপ্রিল থেকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলছে পুষ্টি সপ্তাহ। 

Bootstrap Image Preview