Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চলন্ত বাসে কুকীর্তি, মহিলার ছবি তুলে হাতেনাতে ধরা পড়লো বৃদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ১১:২২ AM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১১:২২ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চলন্ত বাসে বৃদ্ধের কুকীর্তি। যা ধরা পড়েছে এক যুবকের মোবাইলে। সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে ওই ভিডিওটি।

ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধ বাসের সিটে বসে বসে সামনে দাঁড়ানো এক মহিলার পিছন থেকে ছবি তুলছে। মেয়েটি নিতান্তই তার মেয়ের বয়সি। এমনকী একবার ছবি তুলে সন্তষ্ট হতে পারেনি সেই বৃদ্ধ। ক্যামেরা ফোন হাতে নিয়ে ঝপাঝপ ক্লিক করেছে। কিন্তু ঘুঘুর জন্যও শিকারী রয়েছে।

ওই বৃদ্ধের পিছনে বসে এক যুবক গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছে। আর তারপর ঝোপ বুঝে কোপ। বৃদ্ধের হাত থেকে ফোন কেড়ে নেন সেই যুবক। বেকায়দায় পড়ে অভিযুক্ত গলা তুলে ‘প্রতিবাদ’ করতে চায়। কিন্তু তার ‘প্রতিবাদ’ ধোপে টেকেনি।

বাসের পুরুষ সহযাত্রী ও মহিলা যাত্রীদের ওই যুবক দেখিয়ে দেন কীভাবে ওই বৃদ্ধ মহিলাদের ছবি তুলছিল। ছবি দেখে উত্তেজিত হয়ে ওঠেন বাসের অন্যান্য যাত্রীরা। মহিলাদের থেকেও জোরাল প্রতিবাদ জানান তারাই। সরাসরি বলেন, একের জন্য আজ একশো বদনাম হচ্ছে। দু-একজন এমন অশালীন কাণ্ড করছে, আর তার জন্য বদনাম হচ্ছে গোটা পুরুষ সমাজ।

কবে, কোথায়, কখন ভিডিওটি তোলা হয়েছিল, তা কিছু জানা যায়নি। কিন্তু ভিডিও তার জন্য থেমে থাকেনি। নেটিজেনদের ওয়ালে ওয়ালে ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি এবং আশ্চর্যের বিষয় তার মধ্যে বেশিরভাগই পুরুষ। মহিলাদের উপর অশালীন কাজকর্মের প্রতিবাদে এই যে এগিয়ে আসছে পুরুষরা, নিঃসন্দেহে তা বড় পদক্ষেপ।

বাসের এই ঘটনাটায় যেমন বাসে উপস্থিত মহিলাদের সপ্রশংস দৃষ্টি পড়েছে ওই অজ্ঞাতপরিচয়ের যুবকের প্রতি, তেমন প্রশংসা প্রাপ্য সমস্ত পুরুষদের। আর সেই প্রাপ্য অর্জন করে নিতে যে পুরুষদেরই এগিয়ে আসতে হবে, এই ভিডিও এবং নেটিজেনরা আরও একবার সেই কথা প্রমাণ করে দিল।

Bootstrap Image Preview