Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাথরঘাটায় সাংবাদিকের উপর হামলা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ১০:২৯ AM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১০:২৯ AM

bdmorning Image Preview


পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি মো. জাকির হোসেন খানকে পিটিয়ে গুরতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, মঙ্গলবার দুপুরে  তার বড় ভাই হায়দার আলী খানের সাথে চাচাতো ভাই আবদুল কাদের খানের জমি নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি ও এক পর্যায়ে মারামারি হয়। মারামারির ঘটনা জাকির খান মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এসময় প্রতিপক্ষের লোকজন জাকির হোসেন খানের উপর রড দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় জাকির হোসেন খানের মাথা ফেটে যায় ও বুকের ডান পাশে গুরতর জখম হয়। এ ঘটনায় তার বড় ভাই হায়দার আলী খানকেও পিটিয়ে গুরতর জখম করে প্রতিপক্ষের লোকজন।

পরে স্থানীয়রা উদ্ধার করে জাকির হোসেন খান ও তার ভাই হায়দার আলী খানকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে জাকির হোসেন খানকে উন্নত চিকিৎসার জন্য বিকেল ৫ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদারকে তার মুঠো ফোনে বার-বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Bootstrap Image Preview