Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রায় না হওয়া পর্যন্ত নিরাপত্তা দেয়া হবে নুসরাতের পরিবারকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ১০:২১ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ১০:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


‘সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত হত্যা মামলায় কেউ রেহাই পাবে না’ বলেছেন, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।

মঙ্গলবার সোনাগাজী পৌর শহরের উত্তর চরচান্দিয়ায় নুসরাতের বাড়িতে স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কারোর যদি কোনো রাজনৈতিক ও প্রশাসনিক পরিচয়ও থাকে তদন্তে অপরাধ প্রমাণ হলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। এ ঘটনাটা ধামাচাপা হয়ে যাবে কিংবা রাজনৈতিক কারণে অন্যখাতে প্রবাহিত হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না।

মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, নুসরাত হত্যার অন্যতম হোতা মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার আগের অপকর্মগুলোর কেন ব্যবস্থা নেয়া হয়নি, মাদরাসা কমিটির কোনো অবহেলা আছে কিনা সেগুলো সুচারুভাবে তদন্ত করা হবে।

নুসরাতের পরিবারের নিরাপত্তার ব্যাপারে তিনি বলেন, মামলার রায় না হওয়া পর্যন্ত পরিবারটিকে নিরাপত্তা দেয়া হবে। এ ব্যাপারে আমি ফেনী জেলা পুলিশ এবং ডিআইজির সঙ্গে কথা বলব। মামলার অগ্রগতির ব্যাপারে তিনি বলেন, এখন পর্যন্ত পিবিআইয়ের তদন্ত কর্মকাণ্ডে আমি সন্তুষ্টু। তাদের কর্মকাণ্ডে এখন পর্যন্ত কোনো অবহেলা চোখে পড়েনি।

এর আগে তিনি নুসরাতের কবর জিয়ারত করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এসময় তার সহধর্মীনি জেসমিন মাসুদ, সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, কাউন্সিলর নুর নবী লিটন, নুসরাতের বাবা মাওলানা একে এম মুসা মানিক, বড় ভাই মাহমুদুল হাসান নোমান, ছোট ভাই রাশেদুল হাসান রায়হান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview