Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হবে স্মার্টকার্ড: এনআইডি মহাপরিচালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ১০:১৫ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ১০:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কুমিল্লা অঞ্চলের ছয়টি জেলার ৫৪টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার কুমিল্লার টাউনহল বীরচন্দ্র-মিলনায়তন মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলাসহ কুমিল্লা অঞ্চলের তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পূর্বে বীরচন্দ্র মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি)মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের আউটপুট হচ্ছে জাতীয় পরিচয় পত্র। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কার্যক্রম এই জাতীয় পরিচয় পত্রের মাধম্যে নিশ্চিত করা সম্ভব। জাতীয় পরিচয়পত্র আগামী ২শ বছর পর্যন্ত অন্তত ২শ কোটি মানুষকে দেয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, বর্তমানে যে মেশিন রয়েছে দেশের সব নাগরিক স্মার্ট কার্ড পাওয়ার পর, বিদেশে রপ্তানিতে যাব আমরা। আমাদের সঙ্গে তিনটি দেশ যোগাযোগ করেছে। বিদেশি প্রতিষ্ঠানের কাছে মাথা নত করিনি আমরা, তারা সময়মত আমাদের কার্ড না দেওয়ায় ক্ষতিপূরণ আদায় করেছি।

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আজিম উল আহসান, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও নোয়াখালী জেলার নির্বাচন কর্মকর্তা বদিউল আলম।

প্রথম দফায় কুমিল্লা অঞ্চলের ৫৪টি উপজেলায় এ কার্যক্রম চলবে। আজ ২৩ এপ্রিল থেকে আগামী ১৫ মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। রেজিস্ট্রেশ কার্যক্রম শুরু হবে ১৬ই মে।

Bootstrap Image Preview