Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘‘আগামী বাজেট ও শিক্ষাখাত: আমাদের প্রত্যাশা’’ শীর্ষক সেমিনার আগামীকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০৪:০০ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ০৪:০০ PM

bdmorning Image Preview


মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস এর উদ্যোগে আগামীকাল বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে (ভিআইপি লাউঞ্জ) সকাল সাড়ে ১০টায় ‘‘আগামী বাজেট ও শিক্ষাখাত: আমাদের প্রত্যাশা’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

সংগঠনটির আহ্বায়ক ফারুক আহমাদ আরিফ ও যুগ্ম-আহ্বায়ক এ এসএম সুজাউদ্দীন কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি, এমপি। সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, পদার্থ বিজ্ঞানী অধ্যাপক অজয় রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতির এনএইচএন এর ডিরেক্টর অ্যান্ড কনসালটেন্ড ডা. সিএম দিলোয়ার রানা এবং মূলপ্রবন্ধ পাঠ করবেন ফারুক আহমাদ আরিফ।

অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাবিদ ও দেশের বিশিষ্টজনদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Bootstrap Image Preview