Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ডাবল সেঞ্চুরির দুয়ারে সৌম্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০৩:৫৭ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ০৪:০০ PM

bdmorning Image Preview


ডিপিএলের সুপার লিগে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি সেঞ্চুরি করলেন সৌম্য সরকার। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে অলিখিত ফাইনালে দেড়শো ছাড়িয়ে দুইশোর পথে এগিয়ে যাচ্ছেন সৌম্য। 

প্রথমে ব্যাট করে তানভীরের সেঞ্চুরিতে ৩১৭ রানের পুঁজি পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৩১৮ রানের জয়ের লক্ষ্যে অমিকে সাথে নিয়ে ক্রিজে আসেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান সৌম্য সরকার।

আজও শুরু থেকেই আক্রমনাত্মক হয়ে ব্যাটিং করেন সৌম্য সরকার। ধানমন্ডির বোলারদের বাউন্ডারি আর ওভার বাউন্ডারি ছাড়া করে নিজের স্বভাবসুলভ ইনিংস উপহার দেন সৌম্য সরকার।

আগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৭১ বলে সেঞ্চুরি করার পর আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৭৮ বলে করলেন লিস্ট 'এ' ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।

তবে সৌম্য সরকার আজ সেঞ্চুরি করেই থামেননি। সেটিকে দেড়শো রানে রূপ দিয়েছেন ১০৪ বলে। উইকেটরক্ষক ব্যাটসম্যান জহুরুল ইসলামকে নিয়ে উদ্বোধনী জুটিতে এখনো পর্যন্ত ৩৯ ওভারে ২৮৭ রান করে ফেলেছেন সৌম্য।

যেখানে ১৩৩ বলে ১৩ টি বাউন্ডারি এবং ১৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪০.৬০ স্টাইকরেটে ১৮৭ রানে অপরাজিত রয়েছেন তিনি। অপর সঙ্গী অমি ১০৬ বলে ৯১ রানে নিয়ে অপরাজিত রয়েছেন।

Bootstrap Image Preview