Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে ফিরে যাচ্ছেন ওয়ার্নার ও বোয়ারস্ট্রো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০২:৩২ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview


চলতি আইপিএল টানা আট ম্যাচ সাইডবেঞ্চে বসে কাটিয়েছেন সাকিব আল হাসান। তারকায় ঠাসা হায়দ্রাবাদ দলে সুযোগে পেয়েছিলেন মাত্র প্রথম ম্যাচটিতে। এরপর আর উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলে মোহাম্মদ নবী জায়গা পেলেও বরাবরের মতো দলের বাইরেই থেকে গেছেন সাকিব। তবে আসরের শেষ দিকে হলেও ফের একাদশে জায়গা পেতে যাচ্ছেন সাকিব।

চলতি আইপিএল আসরে হায়দ্রাবাদ দলের দুই উদ্ধোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো জুটি দলকে প্রতিবারই এনে দিয়েছে শুভ সূচনা। এমনকি দুই ব্যাটসম্যান একই ম্যাচে সেঞ্চুরিও করেছেন। তবে আইপিএলের পুরো আসরে এই দুই ব্যাটসম্যানকে পাচ্ছে না হায়দ্রাবাদ। 

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড ফিরে যাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা ওপেনার জনি বেয়ারস্টো৷ আজ চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শেষ করছেন তিনি।হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯ ম্যাচে বেয়ারস্টোর সংগ্রহ ৪৪৫ রান৷ একটি শতরান সহ ২টি অর্ধশতরান করেছেন সানরাইজার্স ওপেনার৷

আর বিশ্বকাপের প্রস্তুতি নিতে এ মাসের শেষের দিকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেবেন ওয়ার্নার। মে মাসের শুরুতেই বিশ্বকাপের ট্রেনিং ক্যাম্প শুরু করছে অজিরা৷ দ্বাদশ আইপিএলে প্রত্যাবর্তন করে ব্যাট হাতে ৯ ম্যাচে ওয়ার্নারের ঝুলিতে এখন ৫১৭ রান৷ ১টি শতরান ও ৬টি অর্ধশতরান হাঁকিয়েছেন ওয়ার্নার৷ উনিশের আইপিএলে সর্বাধিক রান হাঁকানোর তালিকায় এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছেন ওয়ার্নার৷ 

হায়দ্রাবাদের দুই তারকা ওপেনার দেশে ফেরার কারনে সাকিবকে নিয়ে নতুন পরিকল্পনা সাজিয়েছে হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজি। তবে সাকিবকেও পুরো আসর পাচ্ছে না তারা। কারণ আজ চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর ২৭ এপ্রিল রাজস্থানের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল আসরের সমাপ্তি টানবেন সাকিব।

Bootstrap Image Preview