Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আজ চেন্নাইয়ের বিপক্ষে একাদশে ফিরছেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০১:৫৫ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ০১:৫৫ PM

bdmorning Image Preview


আইপিএলের দ্বাদশ আসরে সাকিবের আল হাসানের পদচারণাটা একেবারেই সুখের নয়। প্রথম ম্যাচ বাদে পরের আটটি ম্যাচেই সাইডবেঞ্চে বসে সময় কাটাতে হচ্ছে তাকে। এজন্য ২২ তারিখ থেকে শুরু হওয়া বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার জন্য তাকে চিঠি দিয়েছিল বিসিবি। কিন্তু ভারতে থাকার সিদ্ধান নিয়েছেন সাকিব। 

কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি না নিয়ে কেন ভারতে হায়দ্রাবাদের সাইডবেঞ্চে বসে থাকবেন সাকিব। সেটাই এখন প্রশ্ন। তবে আসরের শেষদিকে বিদেশি ক্রিকেটাররা দেশে ফেরার  কারণে সাকিবকে নিয়ে দল সাজানোর পরিকল্পনা করেছে হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট। তাই কিছুদিন পরেই দেশে ফিরবেন সাকিব। 

এদিকে আইপিএলে সাকিবের সঙ্গে অনুশীলনে শেষ সোমবাবর রাতে দেশে ফিরেছেন তার গুরু কোচ সালাউদ্দিন। তিনি জানিয়েছেন সাকিবের পরিকল্পনার কথা। আজ চেন্নাই ও ২৭ এপ্রিল রাজস্থানের বিপক্ষে ম্যাচ খেলার জন্য এখন দেশে ফিরছেন সাকিব। 

একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, 'হায়দরাবাদ থেকে দুই-তিনজন খেলোয়াড় চলে যাবে। যে কারণে তারা এখনই সাকিবকে ছাড়তে রাজি নয়। আজকের ম্যাচে (চেন্নাইয়ের বিপক্ষে) খেলবে সাকিব। এমনকি পরের ম্যাচেও ওকে নেয়ার কথা জানিয়েছে দলটি। পরে ২৮ এপ্রিল দেশে ফিরে আসবে সাকিব।'

এদিকে জানা গেছে আজকের ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে ফিরে যাবেন ইংলিশ ব্যাটসম্যান জনি বোয়াসস্ট্রো। এদিকে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ও এ মাসের শেষ দিকে দেশে ফিরে যাবেন।

এবারের আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেছেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৪২ রানে নেন ১ উইকেট। সে ম্যাচে সুযোগ হয়নি ব্যাটিংয়ের।

Bootstrap Image Preview