Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা বিশ্বশান্তির অন্তরায় : ন্যাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৩:৩৪ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৩:৩৪ PM

bdmorning Image Preview


শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গির্জা ও হোটেলে ভয়াবহ হামলায় আ.লীগ নেতা ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের ৮ বছরের নাতি জায়ান চৌধুরীসহ প্রায় তিন শতাধিক নিহত ও পাচ শতাধিক আহত হবার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ এবং তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

সোমবার(২২ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই ঘটনায় শান্তিপ্রিয় বিশ্ববাসীর মতো বাংলাদেশের জনগনকেও করেছে হতবাক ও বিশ্মিত।

এ ঘটনায় বাংলাদেশের জনগণ শোকাভিভূত। তারা বলেন, এ ধরনের হামলা বিশ্বশান্তির অন্তরায়। অবস্থাদৃষ্টে মনে হয় এ হামলা ছিল সুপরিকল্পিত। সন্ত্রাসবাদ কখনো ধর্ম হতে পারে না। এখনই যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া নয় হয়, তবে বিশ্বকে আরো বিপর্যয়ের খবর শুনতে হতে পারে। যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াতে পারে। মনে রাখতে হবে সন্ত্রাসের কোন ধর্ম নাই। আর কোন ধার্মিক সন্ত্রাসী হতে পারে না।

ইস্টার সানডের প্রার্থনার কারণে গির্জাগুলোতে বেশ ভিড়ে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তারা নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুচিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য শ্রিলঙ্কা সরকার এবং বিশ্ব সম্প্রদায়কে দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নেতৃদ্বয় শ্রীলঙ্কার জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানানের পাশাপাশি দেশটিতে অবস্থারত বাংলাদেশিদের চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

Bootstrap Image Preview