Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ.আফ্রিকায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি

এস.আই. রনি, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০২:৫৪ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০২:৫৫ PM

bdmorning Image Preview


বিশ্ব উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় তাবলীগ জামাতের ইজতেমা সম্পন্ন হয়েছে। 

গত ১৯ এপ্রিল জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা।  প্রতি বছরের ন্যায় এবারো দক্ষিণ আফ্রিকায় তাবলীগ জামাতের উদ্ধোগে এই  ইজতেমার আয়োজন করা হয়। ২২ এপ্রিল (সোমবার) ফজরের নামাজের পর ইরেজীতে বায়ান পেশ করা হয় এবং প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য আলাদা আলাদা অনুবাদের ব্যবস্থা রাখা হয়।  বয়ান শেষে স্থানীয় সময় সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ২০১৯ সালের ইজতেমা শেষ হয়। 

এই বছর ইজতেমা অনুষ্ঠিত হয়েছে জোহানেসবার্গের মিডরেন্ড মিয়াজ ফার্মে। প্রায় ৪০ হাজার ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেয়। জোহানেসবার্গ সহ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রান্ত থেকে ও নন আফ্রিকানসহ বাংলাদেশিরাও যোগদেন করেন এই ইজতেমায়। মুনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ কামনা ও শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

Bootstrap Image Preview