Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে শিলা বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি, চিন্তায় কৃষক

মোঃ আব্দুল বাতেন, গোদাগাড়ী প্রতিনিধি:
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০১:৩৫ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০১:৩৭ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ীতে রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যার পর হঠাৎ করে ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। এতে করে বোরো ধানের ফলনে ব্যাপক ক্ষয়-ক্ষতি হবে বলে কৃষকরা ধারণা করছেন।

একদিকে ধানের ন্যায্য দাম পাওয়া হতে বঞ্চিত অপরদিকে শিলা বৃষ্টিতে ধান গাছ থেকে ঝড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতি হবে এমন আশঙ্কায় কৃষকরা হতাশাগ্রস্ত হচ্ছে।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, এবার গোদাগাড়ী উপজেলায় বোরো আবাদ হয়েছে ১৪ হাজার ২শ’ ৭৫ হেক্টর জমিতে। আবাদের মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের গাছ ও শীষ বেশ ভাল দেখায়। কিন্তু কিছুদিন পর পর আকাশ হতে অতিমাত্রায় শিলা বৃষ্টি হওয়ার কারণে ধানের ফলন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গোদাগাড়ী পৌর এলাকার কৃষক মামুন জানান, রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যার পর শিলা বৃষ্টিতে ধানের অনেক ক্ষতি হয়েছে। সকালে গিয়ে জমিতে দেখি, আমার প্রতিটি ধান গাছে যে পরিমাণ ধান ছিলো তা ঝড়ে প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে করে ধানের ফলন অনেক কমে যাবে ।

তিনি আরোও বলেন, আমি এবার প্রায় ৮ বিঘা বোরো আবাদ করেছি। এতে বিঘাপ্রতি ৮ হাজার টাকা খরচ হয়েছে। ধানের বাজার মূল্য অনেক কম থাকায় ধান বিক্রয় করে খরচের টাকা উঠাতো দূরের কথা বরং সারের দোকানে আমাদের ঋণ হয়ে যাবে। ধান উঠা মাত্রই সার ও কীটনাশক দোকানের মালিকরা বাকি টাকা নেবার জন্য চাপ দিতে থাকে ফলে ধান আবাদ করতে এখন ভয় হয়।

উপজেলার মাল কামলা গ্রামের কৃষক আব্দুল্লাহ বলেন, রবিবার (২১ এপ্রিল) রাতের শিলা বৃষ্টিতে আমাদের এলাকার ধান ঝড়ে গেছে ফলে ধানের ফল কমে যাবে। বিঘা প্রতি ফলন প্রায় ৩-৪ মন কমে যাবার সম্ভাবনা রয়েছে।

তিনি দাবি করেন, আমরা ধান আবাদ করে ক্ষতির সমূক্ষিণ হচ্ছি। ধানের ন্যায্য দাম পাইনা। সরকার যদি ধানের বাজার নিয়ন্ত্রণ করে তাহলে কৃষকরা স্বস্থিতে থাকবে। সবার বেতন ভাতা ও সব কিছুর দাম বাড়ছে কিন্তু দিন দিন কৃষকের কষ্টে ফলানো ধানের দাম কমে এটা হলো আমাদের বাংলাদেশ।

উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা হলে তারা জানান, আমারা কৃষক আজ রাতদিন মাঠে ফসল ফলিয়ে ধানের দাম পাই না। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বড়ছে। ধান লাগাতে শ্রমিকদের দামও বেড়ে গেছে কিন্তু ধানের দাম কমে গেছে এতে আমারা অনেক ক্ষতি হচ্ছি। তাই সরকার যদি সরাসরি বাজার তদারকি বা কৃষকদের কাছ হতে ন্যায্য মূল্যে ধান ক্রয় করে তবে তারা কিছুটা স্বস্তি পাবে বলে জানান।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, গতরাতে শিলা বৃষ্টিতে ধানের তেমন ক্ষতি না হবার কথা। গোদাগাড়ী সদরে বেশি পরিমাণ শিলা বৃষ্টি হয়েছে তবে বাইরে তেমন শিলা বৃষ্টি হয়নি। যেসব ধানের পরাগায়ন ও ফুল এসে গেছে সেগুলো তেমন ক্ষতি হবে না। তবে কিছু কিছু ধানের চিটা লেগে ক্ষতি হবে। এছাড়া ধানের সঠিক কি পরিমাণ ক্ষতি হবে তা মাঠ পর্যায়ে আমাদের জরিপের কাজ চলছে তার পরে জানতে পারবো।

Bootstrap Image Preview