Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেয়াল ধস, নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ১১:১৭ AM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ১১:১৭ AM

bdmorning Image Preview
প্রতীকী


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দু'জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

রবিবার (২২ এপ্রিল) দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার থানার ভুলতা এলাকায় বিস্ফোরণে দেয়াল ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন- রাকিব (২৫) ও শামীম (৩০)। আহতরা হলেন- লিয়াকত (৩৫), আরিফুল (৩৬), হজরত আলী (৩০) ও তরিকুল (২৮)।

জানা  যায়, হতাহত ব্যক্তিরা তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ভুলতা এলাকায় একটি বাসা ভাড়া করে একসঙ্গে থাকতেন তারা। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে ওই বাসার দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে নিহত হন রাকিব ও শামীম। এ ছাড়া দেয়ালচাপায় আহত হন হজরত আলী ও তরিকুল। লিয়াকত ও আরিফুল বিস্ফোরণে দগ্ধ হয়েছেন।

উদ্ধারকারীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে হতাহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে বার্ন ইউনিটে ও দু'জনকে ক্যাজুয়ালটিতে ভর্তি করা হয়েছে।

Bootstrap Image Preview