Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় বোমা হামলার ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ১০:৫৮ AM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ১০:৫৮ AM

bdmorning Image Preview


দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি অভিজাত হোটেল, কলম্বো এবং এর পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৫০০ জন​​​​​​​।

রবিবার (২১ এপ্রিল) ইস্টার সানডের সকালে কলম্বোর বিলাসবহুল সিনামুন গ্রান্ড, শাঙ্গরি-লা ও কিংসবারি হোটেল এবং কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জা, নেগোমবোর সেন্ট সেবাস্তিয়ান গির্জা ও বাত্তিকালোয়ার জিওন গির্জায় ওই হামলা হয়।

সিরিজ বোমা হামলার প্রথম বিস্ফোরণটি ঘটে দেশটির একটি গির্জায়। ওই বিস্ফোরণের ভিডিও প্রকাশ হয়েছে। এরই মধ্যে তা ইন্টারনেটে ভাইরাল হয়েছে ভিডিওটি।

ভিডিওতে দেখা যায়, একটা গাড়িতে করে ভিডিও করতে করতে যাচ্ছিলেন কোন এক ব্যক্তি। হঠাৎ গির্জার কাছে যেতেই তার ক্যামেরায় ধরা পরে বোমা হামলার দৃশ্য। গির্জার ভেতর হয় বিস্ফোরণ, চারদিকে উড়তে থাকা পাখি। সামনের যত গাড়ি ছিল সবাই পেছনে যেতে শুরু করে।

Bootstrap Image Preview