Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দ.আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

এস.আই. রনি, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ১০:৪৭ AM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ১০:৪৭ AM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে রেজাউল করিম নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার (২১শে এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিকটবর্তী রজেটেনভিল রিজেন্ট পার্ক নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত রেজাউল করিমের দোকানে হামলা করে। সে'সময় দোকানের নিরাপত্তাকর্মী ডাকাত দলকে বাধা দিলে তারা তাকে পেপার স্প্রে করে অজ্ঞান করে দেয়। এরপর ডাকাতরা রেজাউল করিমকে দরজা খুলতে বলে এবং এক পর্যায়ে তাকে উদ্দেশ্য করে গুলি করে। গুলিবিদ্ধ রেজাউল ঘটনাস্থলেই মারা যান।

নিহত মোঃ রেজাউল করিম মাত্র দেড় বছর হলো আফ্রিকা আসছেন। তার ভায়রা আবুল হোসেনের হাত ধরেই দক্ষিণ আফ্রিকায় আসেন। শুরু থেকেই তিনি রিজেন্ট পার্কে তার ভায়রার সাথে এই দোকান পরিচালনা করে আসছিলেন। নিহত মোঃ রেজাউল করিম এর দেশের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার হরিপুর গ্রামে। 

Bootstrap Image Preview