Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

 শ্রীলঙ্কায় হামলা: বিমানবন্দর উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল হামলাকারীদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ১০:১৭ AM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ১০:১৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রধান বিমানবন্দরের পাশে থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। 

রবিবার (২১ এপ্রিল) দেশটির বিভিন্ন স্থানে হামলার ঘটনার পর দেশটির নিরাপত্তা বাহিনী এসব বিস্ফোরক উদ্ধার করতে সক্ষম হয় বলে জানা গেছে।

শ্রীলঙ্কার পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, কলম্বোর বিমানবন্দরের কাছ থেকে তারা ‘পাইপ বোমা’ উদ্ধার করেছে। বোমাটি সন্ত্রাসীদের হাতে বানানো যাতে পাইপের ভিতরে বিস্ফোরক রাখা ছিল।

দেশটির বিমান বাহিনীর এক মুখপাত্র জানায়, রাস্তার পাশে পাওয়া পাইপ বোমাটি ছয় ফুটের ছিল এবং তা ধ্বংস করা হয়েছে।

পুলিশ ধারণা করছে, পুরো শ্রীলঙ্কান এয়ারপোর্ট উড়িয়ে দেয়ার ছক ছিল হামলাকারিদের।

প্রসঙ্গত, শ্রিলঙ্কায় রবিবার সকাল ৮ টা ৪৫ নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে। 

প্রায় একই সময়ে দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় দুই শতাধিক নিহত হয়েছে এবং চারশ’র বেশি লোক আহত হয়েছে।

Bootstrap Image Preview