Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১ রানের রোমাঞ্চকর জয় পেল বেঙ্গালুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৯:২৮ AM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৯:২৮ AM

bdmorning Image Preview


আরও একবার চেন্নাইকে ম্যাচ-বৈতরণী পার করার পথে পা বাড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ভাগ্য সঙ্গ না দেওয়ায় মাত্র এক রানে বেঙ্গালুরুর কাছে হারতে হল তাঁর দলকে। 

রবিবারে বেঙ্গালুরুর মাঠে ফের একটা ধোনি ম্যাজিক হতে হতেও আটকে গেল। ১৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ ওভারে ২৬ রান তুলতে হত চেন্নাইকে। ক্রিজে তখন ৪৮ বলে ৮৪ রান করা ধোনি। অবিশ্বাস্য সেই ইনিংসে ছিল সাতটি বিশাল ছক্কা। তাঁর ব্যাট থেকেই জয়সূচক রান আসতে পারে, সে সম্পর্কে নিশ্চিত ছিলেন মাহি-ভক্তরা। কিন্তু আড়ালে হেসেছিলেন ক্রিকেট দেবতা। 

সমর্থকদের প্রত্যাশা পূর্ণ করতে উদ্যত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়কও। উমেশ যাদবের সেই ওভারে তিনটি ছয় ও একটি চার হাঁকিয়ে সে পথেই এগোচ্ছিলেন তিনি। শেষ বলে দরকার ছিল দুই রানের। নিরুপায় উমেশ স্লোয়ার প্রয়োগ করলে মিস করেন ধোনি। নন স্ট্রাইকার এন্ডে শার্দূল ঠাকুর তখন সবে ক্রিজ ছেড়ে বেরিয়েছেন। রান আউটের সেই সুযোগ হাতছাড়া করেননি অভিজ্ঞ পার্থিব প্যাটেল। চেন্নাই নয়, এদিন ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনিকে হারিয়ে ম্যাচ পকেটে পুরল আরসিবি। 

প্রথমে ব্যাট করতে নেমে মূলত পার্থিবের হাফ সেঞ্চুরি ও মইন আলির শেষ মুহূর্তের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ১৬০ রানের গন্ডি পেরোতে সক্ষম হয়েছিল বেঙ্গালুরু। এরপর ডেল স্টেনের আগুনে পেসের সামনে দুই উইকেট হারিয়ে নড়বড়ে হয়ে পড়ে চেন্নাই। আম্বাতি রায়ডুকে নিয়ে ভালোই লড়াই শুরু করেছিলেন ধোনি। কিন্তু ২৯ রানে রায়ডু ফিরে যাওয়ায় এবং মাত্র ১১ রানে জাডেজা রান আউট হওয়ার পরে ইনিংস একাই টানতে হয় মাহিকে। ম্যাচও হয়তো তিনিই বের করে নিয়ে যেতেন যদি না শেষ বলে বিধি বাম হত।

Bootstrap Image Preview