Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সন্ত্রাসী হামলার কিছুক্ষণ আগে ফেসবুকে এই ছবিটি পোস্ট করেন নিসাঙ্গা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৯:০৯ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৯:০৯ PM

bdmorning Image Preview


শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সন্ত্রাসী হামলায় প্রথম দফায় নিহতদের মধ্যে ছিলেন এক টিভি শেফ এবং তার মেয়ে। হামলায় এখন পর্যন্ত ২০৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন প্রায় ৫০০ জন।

শান্তা মায়াদুনে নামের ওই টিভি শেফ ও তার পরিবার কলম্বোর শাংরি-লা হোটেলে অবস্থান করছিলেন। হামলায় আক্রান্ত তিনিটি হোটেলের একটি হোটেল শাংরি-লা।

শান্তার মেয়ে নিসাঙ্গা হামলার কিছুক্ষণ আগে ফেসবুকে এই ছবিটি পোস্ট করেন। ছবিটির ক্যাপশন ছিলো, ‘আমার পরিবারের সঙ্গে ইস্টার নাস্তা’। ছবিটিতে খুবই হাস্যোজ্বল দেখাচ্ছিলো তাদের। ছবি দেখে কে বলতে পারবে যে, কিছুক্ষণ পরই তাদেরকে মরতে হবে বর্বর সন্ত্রাসী হামলায়!

নিসাঙ্গার ফেসবুক পেজ ঘেঁটে জানা যায় তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন।

রাধা ফনসেকা নামে দুবাইতে বসবাসকারী এক শ্রীলঙ্কান জানান, ‘সন্ত্রাসী হামলায় নিসাঙ্গার মৃত্যুর খবর শুনে আমি হতবাক হয়ে গেছি। আমি কিছু বলতে পারছিলাম না।’

‘নিসাঙ্গা কলেজে খুবই বিখ্যাত ছাত্রী ছিলো। সে খুবই মেধাবী এবং স্মার্ট ছিলো। তার মা শান্তা মায়াদুনে ছিলেন বিখ্যাত শেফ। তার মায়ের খ্যাতি তাকে আরো বিখ্যাত করেছিলো। তার মা শ্রীলঙ্কায় খুবই সম্মানিত এবং অনুপ্রেরণাদায়ক একজন রাধুনি।’

তার মা শান্তার একটি বিখ্যাত রান্না বিষয়ক বিদ্যালয় আছে। শান্তার শিক্ষা প্রতিষ্ঠানটির নাম শান্তা মায়াদুনে স্কুল অফ কুকিং আর্ট।

রবিবার দুপুর ৩টা পর্যন্ত আটটি বিস্ফোরণ ঘটেছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো-সহ সংলগ্ন এলাকায়। রবিবার সকালে রাজধানী কলম্বোর তিনটি হোটেল ও তিনটি গির্জা ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে। এরপর আরো দুটি বিস্ফোরণ ঘটে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে।

ঘটনায় এখনও পর্যন্ত ২০৭ জনের নিহত হওয়ার খবর মিলেছে। আহত হয়েছেন প্রায় ৫০০ জন। হামলার পর দেশ জুড়ে সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

এই ঘটনায় এখন পর্যন্ত ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview