Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করলেন ইউএনও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৮:১৮ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৮:১৮ PM

bdmorning Image Preview


জঙ্গলে ফেলে দেয়া মাত্র ৭ দিন বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তাজপুর ইউপির ৭নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামের শিক্ষক আরশ আলীর বাড়ি সংলগ্ন জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি।

শিশুটিকে শুধু উদ্ধারই নয়, শিশুটি যেন মায়ের আদর-যত্ন থেকে বঞ্চিত না হয় সেজন্য অনাথ শিশুদের আশ্রয়স্থল সিলেটের দয়ামীররস্থ এসওএস শিশুপল্লী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তিনি।

ইউএনও মো. আনিছুর রহমান বলেন, শুক্রবার রাত ১১টার দিকে মজলিশপুর গ্রামের শিক্ষক আরশ আলীর বাড়ির তত্ত্বাবধায়ক মাছ ধরতে গেলে বাড়ির পুকুরপারের কাছের জঙ্গল থেকে নবজাতকের কান্না শুনতে পান। বিষয়টি শিক্ষক আরশ আলী আমাকে অবহিত করেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগরের ওসি এমএম আল মামুন বলেন, ইউএনও মো. আনিছুর রহমানের এই দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়। শিশুটিকে দ্রুত উদ্ধার না করা হলে সে পশুদের খাবারে পরিণত হতে পারত। শিশুটিকে কে বা কারা ফেলে রেখে গেছে সে বিষয়ে খোঁজ করা হচ্ছে।

Bootstrap Image Preview