Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাড়ির চাকার ভেতর কোটি টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৬:২০ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৬:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চলছে লোকসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই ভারতের এই নির্বাচনে চলে টাকার খেলা। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষও এই টাকার খেলায় থাকে জড়িত। কেউ টাকা দিয়ে ভোট কেনেন, আবার কেউ প্রতিদ্বন্দ্বীকে হারাতে খোঁজেন বিভিন্ন পন্থা।

কিন্তু দেশটির আয়কর দপ্তর এই অনৈতিক লেনদেনের গলা চেপে ধরতে রয়েছে বদ্ধ পরিকর। দেশের বিভিন্ন এলাকায় এমন অনৈতিক লেনদেনের কথা শুনলেই হানা দিচ্ছেন সংস্থাটির সদস্যরা। ঠিক এভাবেই কর্ণাটকে গাড়ি আটকে সেটির চাকায়, একটি বাড়িতে ও গোয়ায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করলেন দুই কোটি ত্রিশ লাখ রুপি(বাংলাদেশি টাকায় তিন কোটি ৪৫ লাখ টাকা প্রায়)।

গতকাল শনিবার ভারতের এই দুটি প্রদেশে এ অভিযান চালানো হয়। দেশটির সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, কর্ণাটকে একটি গাড়ি আটক করে আয়কর দপ্তরের অফিসাররা, যেটি বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা যাচ্ছিল। গাড়িতে প্রথমে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। কিন্তু আয়কর দপ্তরের এক সদস্যের চোখ পড়ে গাড়িতে থাকা অতিরিক্ত চাকার দিকে।

পরে সেটি কেটে ১ কোটি টাকা উদ্ধার করেন তারা। গাড়ির টায়ারের ভেতর থেকে যে অর্থ উদ্ধার হয়, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এছাড়া কর্ণাটকের বাগলকোটে এক ব্যাংক কর্মীর বাড়ি থেকে এক কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তর।

গোয়ায় যে ঘটনাটি ঘটেছে তার বর্ণনা দিতে গিয়ে জি নিউজ বলেছে, গোয়াতে বিশেষ কয়েকজনকে টার্গেট করে তাদের বাড়িতে অভিযান চালায় আয়কর দপ্তর। রাজ্যের ভদ্রওয়াতিতে এক গহনা নির্মাতার বাড়িতে তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয়েছে ৩০ লাখ রুপি।

Bootstrap Image Preview