Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৬:১৩ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৬:১৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


নরসিংদীর শিবপুরে উপজেলায় রায়হান মিয়া (২২) নামের এক মুদি ব্যবসায়ীর বিরুদ্ধে চার বছরের এক শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

রবিবার (২১ এপ্রিল) সকালে শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এর আগে শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাঘাব ইউনিয়নের সফরিয়া এলাকায় অভিযুক্তের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

পুলিশ ও নির্যাতনের শিকার শিশুটির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত রায়হান সফরিয়া এলাকার আবদুর রাজ্জাক মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ শিবপুর বাজারে তার বাবার সঙ্গে মুদি দোকানের ব্যবসা দেখাশোনা করে। গত শনিবার সন্ধ্যায় রায়হান তার প্রতিবেশী ওই শিশুটিকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালায়।

ওই সময় শিশুটি চিৎকার করলে ঘটনাস্থলে আশপাশের লোকজন চলে আসলে অভিযুক্ত রায়হান পালিয়ে যায় জানান ভিকটিমের পরিবার। পরে শিশুটিকে জিজ্ঞাসা করলে সে ঘটনা পরিবারের লোকজনকে জানায়।

এ দিকে একই এলাকার পাশের বাড়ির প্রতিবেশী শাহিনূর আক্তার (৩৫) বলেন, রায়হানের বিষয়টি আমি শুনিনি। প্রতিবেশীদের মুখ থেকে জানলাম এখানে একটি ঘটনা ঘটেছে। তাই এই বিষয়ে না দেখে কিছু বলতে আমি প্রস্তুত নই।

এ দিকে রায়হানের পরিবার সংবাদকর্মীদের জানান, এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার একটি অপকৌশল চালাচ্ছে। একটি মহল এ ঘটনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মোটা অঙ্গের টাকাও দাবি করছে আমাদের নিকট।

এ দিকে শিবপুর থানার অফিসার ইনচার্জ এ বিষয়ে বলেন, এ বিষয়ে একটি মামলা নেওয়া হয়েছে ও আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সকালে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আমিরুল হক শামীম বলেন, শিশুটিকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। এরই মধ্যে গাইনি চিকিৎসক দিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এখন মামলা দায়েরের পর আবেদনের প্রেক্ষিতে পরিক্ষা-নিরীক্ষা করা হবে। আর এ ঘটনায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে।

শিবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটি হাসপাতালে পাঠায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত রায়হান পলাতক, তাকে গ্রেফতারে অভিযান চলছে।

Bootstrap Image Preview