Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরিশালের পিপি'র মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৫:৪৩ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৫:৪৩ PM

bdmorning Image Preview


বরিশাল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. গিয়াস উদ্দিন কাবুল (৬৮) এর মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ রবিবার এক শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, গিয়াস উদ্দিন কাবুল ছিলেন একজন দায়িত্বশীল ও নীতিবান আইনজীবী। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাকে ২০০৯ সালে বরিশাল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করে। নিয়োগ পাওয়ার পর থেকে একটানা দশ বছর তিনি অত্যন্ত সুনামের সঙ্গে এ দায়িত্ব পালন করেছেন।

শোকবার্তায় আইনমন্ত্রী গিয়াস উদ্দিন কাবুলের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, তিনি গত শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

Bootstrap Image Preview