Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুলিয়ারচরে ১৪ চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৩:৫২ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৩:৫২ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের কুলিয়ারচরে চোরাইকৃত ১৪ টি মোটরসাইকেলসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) সকালে বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সাজন ঘোষ (৩০), ফজিলত (৩৫) ও রতন (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার এস আই আবুল কালাম আজাদ প্রথমে শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে ফোর্স নিয়ে উপজেলার জামতলী মোড় থেকে চোরাই সন্দেহে ১টি মোটর সাইকেল সহ সাজন ঘোষ নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

তার তথ্য ভিত্তিতে ওই দিন বিকাল ৩টার দিকে থানার অফিসার ইনচার্জ আবদুল হাই তালুকদারের নেতৃত্বে এস আই আবুল কালাম আজাদ, এস আই মোহাম্মদ আজিজুল হক ও এস আই মোঃ আজাহারুল হক এস আই নূর কাশেম সহ থানার অফিসাররা ফোর্স নিয়ে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির আরো ১৩টি চোরাই মোটর সাইকেল সহ ফজিলত ও রতন নামে পেশাদার ২ চোরকে আটক করে।

এলাকাবাসী পুলিশের এ মহৎ অভিযানের প্রসংশা করে স্বাগত জানিয়ে আরো তৎপর হওয়ার জন্য থানা পুলিশকে অনুরোধ করেন।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আবদুল হাই তালুকদার বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

Bootstrap Image Preview