Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খালেদা জিয়ার প্যারোলের বিনিময়ে শপথের কথা ভিত্তিহীনঃ মির্জা ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০১:০৯ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০১:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিতদের শপথ গ্রহণের কথা শুধু গুঞ্জন এবং অসত্য, এসব কথার কোনো ভিত্তি নেই। 

শনিবার (২০ এপ্রিল) কুমিল্লা-১০ আসন এলাকায় নির্বাচনকালীন ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদানকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেছেন, খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানোর পরিকল্পনা করে তাকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে ফখরুল বলেন, এক দেশের আদালত আরেক দেশের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশনা দিলে তা বন্ধ হয় কিনা আমার জানা নেই।

এর আগে কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এক পথসভায় মির্জা ফখরুল বলেন, আমরা যে চিন্তভাবনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, সব চেতনা ধ্বংস  হয়ে গেছে।

এদিকে ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সদর দক্ষিণ, লালমাই ও লাঙ্গলকোট উপজেলার কুমিল্লা-১০ আসনের ৯৫ জন ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীকে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ, মনিরুল হক চৌধুরীর মেয়ে ড. সায়মা ফেরদৌস,প্রমুখ।

Bootstrap Image Preview