Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুতে এমপি ফারুক চৌধুরীর শোক

আব্দুল বাতেন, গোদাগাড়ী প্রতিনিধি:
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ১২:৩৭ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ১২:৩৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের মৃতুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী- ১ ( গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

রবিবার (২১ এপ্রিল) এক শোক বার্তায় এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, ব্যারিস্টার আমিনুল হক শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন অভিজ্ঞ আইনজীবী। তিনি রাজনৈতিক জীবনে দীর্ঘদিন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা ও উন্নয়নে ভূমিকা রেখেছেন। দেশের সংসদীয় রাজনীতির ক্ষেত্রে তিনি বিশাল অবদান রেখেছেন। এজন্য জনগণ তাকে স্মরণ রাখবে।

এছাড়া তিনি ব্যারিস্টার আমিনুল হকের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ব্যারিস্টার আমিনুল হক দীর্ঘদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় মারা যান। তিনি উচ্চ রক্তচাপ, ক্যান্সারসহ নানান রোগে ভুগছিলেন।

Bootstrap Image Preview