Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় স্টার সানডে’র প্রার্থনা চলাকালে গির্জায় বিস্ফোরণ, নিহত ২০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ১১:৩৭ AM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ১১:৪৭ AM

bdmorning Image Preview


শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও ২৮০ জন আহত হয়েছেন।। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার স্টার সানডে’র প্রার্থনা চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

কলম্বোর একটি সরকারি হাসপাতালের কর্মী জনান প্রাথমিক ভাবে আটজনের চিকিৎসা শুরু হয়েছিল। অল্প সময়ের মধ্যেই রোগীর  সংখ্যা বাড়তে থাকে। আহতের  সংখ্যাও বাড়বে বলে  প্রশাসনের আশঙ্কা।

যে তিনটি গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলো কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানে অবস্থিত। এসব গির্জায় ইস্টার সানডে উপলক্ষে অনুষ্ঠান চলছিল। 

তাছাড়া রাজধানীর সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারি নামক আরও তিনটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হোটেল তিনটি রাজধানী কলম্বোর কেন্দ্রস্থলে অবস্থিত।

পুলিশ জানিয়েছে, কলম্বোর উত্তরের একটি গির্জায় বোমা হামলা করা হয়। একই সময়ে কলম্বোর নেগম্বো শহরের আরেকটি গির্জায় হামলা করা হয়। এসব গির্জায় বহু মানুষ প্রার্থনা করতে এসেছিলেন।

কলম্বো ন্যাশনাল হাসপাতালের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, ইতোমধ্যে আহত ৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সংখ্যা বাড়ছেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি থেকে দেখা যাচ্ছে, কাতুয়াপিটিয়াতে অবস্থিত সেন্ট সেবাস্তিয়ান নামক গির্জার ছাদ ধসে পড়েছে এবং গির্জার মূল স্থানে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। স্থানীয় গণমাধ্যম বলছে, নিহতদের মধ্যে বিদেশী পর্যটকও আছেন।

Bootstrap Image Preview