Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে ২ দিনব্যাপী পার্বত্য নদী রক্ষা সম্মেলনের সমাপ্তি

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ১০:৪৭ AM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ১১:০৮ AM

bdmorning Image Preview


চট্টগ্রামের বান্দরবানে নদী রক্ষা ও ঝিড়ি ঝর্ণা সুরক্ষাকে সামনে রেখে শেষ হল ২ দিনব্যাপী পার্বত্য নদী রক্ষা সম্মিলন।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে জাতীয় নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ পরিব্রাজক দলের যৌথ আয়োজনে বান্দরবানের হিলভিউ কনভেনশন হলে ২ দিনব্যাপী এই সম্মেলনের সমাপ্তি হয়।

সমাপনী অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও উপস্থিত ছিলেন- জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: আলাউদ্দিন, সদস্য শারমিন সোনিয়া মুরশিদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়্যারম্যান ক্যশৈহ্লা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মো: মনির হোসেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল বান্দরবান জেলা শাখার সভাপতি অলক দাশ গুপ্ত প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, কেউ যাতে নদী দখল করে কোন স্থাপনা তৈরি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে এবং অবৈধভাবে নদী দখলদারদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। দখল হয়ে গেলে খবর নিলে হবে না। দখলের আগেই সবাইকে নদীর খবরা খবর রাখতে হবে।

তিনি আরও বলেন, পার্বত্য এলাকার উন্নয়নে পাহাড় কাটতেই হবে। তবে পাহাড় কাটতে এমনভাবে কাজ করতে হবে যাতে পাহাড় ধস সৃষ্টি না হয়। পাহাড় কেটে উন্নয়নের পাশাপাশি পাহাড়ের আশে পাশে উন্নতমানের ড্রেন ও গার্ডার তৈরি করতে হবে। শুধু উন্নয়নের নামে পাহাড় কাটা যাবে না। পাহাড় কাটলে আশে পাশে নিরাপত্তার জন্য উন্নত মানের সব কিছুই ঠিকাদারকে করতে হবে।

এছাড়া নতুন নতুন বনায়ন সৃষ্টি করতে হবে আমাদের সবাইকে। আমাদের বনবিভাগকে সচেতন হতে হবে। বনবিভাগ যদি সচেতন থাকে তাহলে মানুষ কোন গাছটি কাটতে পারবে আর কোন গাছটি কাটতে পারবেনা সেদিকে যদি বনবিভাগের নজর থাকে তাহলে আমাদের দেশের পাহাড় ধ্বস অনেকটাই বন্ধ হয়ে যাবে।

এদিকে অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে বান্দরবানের বিভিন্ন ঝিড়ি ঝর্ণার তথ্য তুলে ধরে আয়োজকেরা।

অনুষ্ঠানে বক্তারা পার্বত্য এলাকার নদী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং অবৈধ দখলদারদের হাত থেকে নদীকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন।

Bootstrap Image Preview