Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিদিন এক হাজার ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে হিজবুল্লাহ: ইসরায়েলি কমান্ডার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৯:০৭ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার মেজর জেনারেল ইউয়িল এস্ট্রিক বলেছেন, লেবাননের হিজবুল্লাহ প্রতিদিন এক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করেছে। ইসরায়েলি নিউজ সাইট ওয়ালাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইসরায়েলের উত্তরাঞ্চলের এই কমান্ডার বলেন, হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর যেকোনো হামলা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে।

ইউলি এস্ট্রিক বলেন, হিজবুল্লাহ ইসরায়েলের কৌশলগত অবস্থানে হামলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। এ অবস্থায় লেবাননের সঙ্গে যুদ্ধ হলে ইসরায়েল উত্তর সীমান্তের সব আবাসিক এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেবে বলে তিনি জানান।

এর আগে ইসরায়েলের আরেক সামরিক কমান্ডার তামির ইয়াদাই বলেছেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যেকোনো স্থানে হামলা চালাতে পারবে এবং তাদের ক্ষেপণাস্ত্রগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে।

Bootstrap Image Preview