Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনিককে হত্যার পর দুইদিন লাশ লুকিয়ে রাখে আফ্রিকান সন্ত্রাসী

এস.আই রনি, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৯:০৩ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৯:০৩ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ স্প্রিংসের পাশের ছোট শহর ডেভেনে আফ্রিকান সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন মোঃ অনিক নামক এক বাংলাদেশি যুবক। তার দেশের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলায়।

গত ৯ এপ্রিল রাতে অনিক দোকান বন্ধ করে তার ভাইয়ের দোকানে যাওয়ার পথে স্থানীয় এক আফ্রিকান সন্ত্রাসী অনিককে একা পেয়ে মুখ চেপে তার বাসায় নিয়ে যায়। সেসময় তার সাথে থাকা নগদ টাকা পয়সা এবং মোবাইল ছিনিয়ে নেয়। এক পর্যায় সেই রাতে তাকে হত্যা করা হয়। হত্যার পর দুইদিন খুনি তার বাসায় অনিকের লাশটি লুকিয়ে রাখে। ১২ এপ্রিল তাকে আগুনে পুড়িয়ে খুনি তার বাড়ির আঙ্গিনায় লাশের অংশবিশেষ মাটিতে পুতে ফেলে।

এসব বক্তব্য হত্যাকারী ওই সন্ত্রাসীর।পুলিশি জিজ্ঞাসাবাদে এই তথ্য জানা যায়। তবে হত্যার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে প্রশাসন আশ্বস্ত করেছে।

সূত্রে জানা যায়, অনিক নিখোঁজ হওয়ার পর তার ভাই বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করে। পুলিশ মামলা আমলে নিয়ে সম্ভাব্য স্থানে অভিযান চালায়। একপর্যায় অনিকের মোবাইল ট্র্যাকিং করা হলে হত্যাকারী ঐ আফ্রিকান সন্ত্রাসীর বাসার লোকেশন পাওয়া যায়।

পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। চেষ্টা চলে স্বীকারোক্তি আদায়ের। প্রথমিকভাবে হত্যাকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়। বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অনিকের জ্যাকেট এবং পরণের গেঞ্জি।

মোটামুটি পুলিশ নিশ্চিত হওয়ার পর হত্যাকারী ঐ আফ্রিকানকে চাপ প্রয়োগ করলে সে স্বীকারোক্তি দেয় যে, তার বাড়ির আঙিনায় লাশ পুতে রাখা হয়েছে। পুলিশ অনিকের ঝলসে যাওয়া লাশ উদ্ধার করে। পোস্টমর্টেম শেষে এখানে তার লাশ দাফন করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা আসে অনিক। সে তার বড় ভাইয়ের সাথে থাকতো। তার দেশের বাড়ি  নরসিংদী জেলার পলাশ উপজেলায়।

Bootstrap Image Preview