Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অবশেষে গণভবনে বরগুনা থেকে নৌকা নিয়ে ঢাকায় আসা সেই কবির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৯:০২ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৯:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সড়ক পথে নৌকা নিয়ে ঢাকায় যাওয়া বরগুনার সেই হুমায়ুন কবিরকে গণভবনে আপ্যায়ন করা হয়েছে। হুমায়ূন কবির বরগুনা জেলা যুবলীগের সহ-সভাপতি ও বরগুনা পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর সঙ্গে তিনি গণভবনে প্রবেশ করেন। পরে গণভবনের কর্মকর্তারা তাকে আপ্যায়ন করেন।

হুমায়ুন কবির জানিয়েছেন, গণভবনে তাকে আপ্যায়ন করা হলেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি। কারণ আগামীকাল সকালে প্রধানমন্ত্রী ব্রুনাই সফরে যাবেন। এ কারণে তার বিভিন্ন অনুষ্ঠানে টানা নিমন্ত্রণের ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ বন্ধ রয়েছে। ব্রুনাই থেকে দেশে ফিরলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

গোলাম কবির আরও বলেন, প্রায় ১২ দিন ধরে আমি ঢাকার সড়কে সড়কে মানবেতর জীবনযাপন করছি। আমার দলের কোনো নেতাকর্মী আমাকে সহযোগিতা তো দূরের কথা খোঁজখবরও নেননি।

প্রসঙ্গত, প্রধানন্ত্রীর সঙ্গে দেখা করতে গত ৪ এপ্রিল নৌকা নিয়ে বরগুনা থেকে ঢাকা অভিমুখে রওনা করেন মো. হুমায়ুন কবির। ব্যাটারিচালিত একটি গাড়িতে নৌকাটি বসিয়ে ওই নৌকায় বসে ঢাকায় পৌঁছান তিনি।

Bootstrap Image Preview