Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে বন্দির কাঁধে লোহার শিক দিয়ে ‘ওঁ’ লেখার অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৩:০৭ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের দিল্লির তিহার কেন্দ্রীয় কারাগারে বন্দির ওপর এক ভয়াবহ নির্যাতনেরা অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই বন্দিকে নির্মমভাবে মারধর করে উপোস থাকতে বাধ্য করে রাখার পাশাপাশি তার পিঠে গরম লোহার শিক দিয়ে ‘ওঁ’ লিখে দিয়েছেন জেলের সুপারিনটেন্ডেন্ট। 

এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, সেই বন্দি নাম নাবির। দিল্লির আদালতে ওই বন্দিকে নেওয়া হলে সকলের সামনে নিজের জামা খুলে বিচারপতিকে তিনি তার পিঠের ওই চিহ্নটি দেখান। প্রায় ছ’ইঞ্চি বড় চিহ্নটি বন্দির বাঁ-কাঁধের একটু নিচে খোদাই করা।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে জেল কর্তৃপক্ষ। তারা বলছে, যদি জোর করে ওই চিহ্নটি খোদাই করা হতো, তাহলে এত সুষ্ঠুভাবে খোদাই করার মতো দেখাত না।

এদিকে বিচারপতি জানান, প্রয়োজনীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে। অন্যান্য বন্দিদের জবানবন্দিও নেওয়া হবে। 

এছাড়া, জেলের বন্দিদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি যাতে অত্যন্ত মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা হয় সেই বিষয়ে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। 

জানা গেছে, অবৈধ অস্ত্র সরবরাহের অভিযোগে তিহারের জেল নম্বর ৪-এ রাখা হয়েছে নাবিরকে। এ ওয়ার্ডটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওয়ার্ড হিসেবে কুখ্যাত।

Bootstrap Image Preview