Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের আগে সরফরাজদের ইমরানের বিশেষ টিপস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০২:৫৬ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০২:৫৬ PM

bdmorning Image Preview


বৃহস্পতিবারই বিশ্বকাপের জন্য পাকিস্তান ১৫ জনের দল ঘোষণা করেছে। চব্বিশ ঘণ্টা বাদেই বিশ্বকাপ দলে ডাক পাওয়া ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে পাকিস্তানের বিশ্বকাপগামী স্কোয়াডকে উদ্বুদ্ধ করার সঙ্গে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ টিপস ১৯৯২ বিশ্বজয়ী পাক দলনায়ক ইমরান খান।

প্রধানমন্ত্রীর দপ্তরেই এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল। শুধু ক্রিকেটাররা নন, হাজির ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি, কোচ মিকি আর্থার এবং মুখ্য নির্বাচক ইনজামাম-উল-হক।

প্রধানমন্ত্রী ইমরান খান বিশ্বকাপের জন্য কীভাবে তৈরি হতে হবে, তা নিয়ে প্লেয়ারদের পরামর্শ দিয়েছেন। আত্মবিশ্বাস বাড়িয়েছেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর বিশেষ সচিব নঈম উল হক টুইট করে জানিয়েছেন, '‌প্রধানমন্ত্রী ইমরান খান এক ঘণ্টা ধরে ভাষণ দিয়েছেন গোটা পাক দলের সামনে।'‌ 

দলনেতা সরফরাজ আহমেদকে ইমরান বলেন, ‘তুমি এই দলের নেতা। বাকি ক্রিকেটাররা তোমার দিকে তাকিয়ে আছে। যখন একজন নেতা পারফর্ম করে এবং দলের প্রতি দায়বদ্ধতা দেখায়, তখন বাকিরাও সেটা অনুসরণ করে।’

৯২ সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। তাঁর থেকে ভাল কেউ উজ্জীবিত করতে পারবে না পাকিস্তান দলকে, এটা সবাই মানেন। ইমরান নিজেও জানেন। তাই সময় নষ্ট না করে, দল ঘোষণার পর দিনই দায়িত্বটা পালন করলেন।

আগামী ৩ জুন আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। তার আগে আগামী ২৩ এপ্রিল মর্গ্যানদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যাচ্ছেন সরফরাজরা।

পাকিস্তানের বিশ্বকাপ দল-

সরফরাজ আহমেদ(অধিনায়ক ও উইকেট কিপার), আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি,ইমাদ ওয়াসিম, ইমাম উল হক,জুনাইদ খান, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, শাদাব খান,শাহিন আফ্রিদি ও শোয়েব মালিক।

Bootstrap Image Preview