Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বনের ভিতরে চুরি হচ্ছে একের পর এক গাছ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০২:৫১ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৪:০৬ PM

bdmorning Image Preview


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চাউতলী বন ভিটে সামাজিক বনায়নের গাছ রাতের আধারে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বনের মধ্যে পড়ে রয়েছে গাছের কাটা অংশ। এই বিষয়ে তৎপর হতে দেখা যায়নি বন বিভাগের।

সরেজমিনে সামাজিক বনায়ন ঘুরে দেখা যায়, বনের ভিতরে একটু পর পরই বড় বড় গাছের গুড়ি পড়ে আছে। কোথাও কোথাও গাছের কাটা ডালপালা। তবে চুরি হওয়া কোন গাছের গুড়িতে বন বিভাগের সিজ হেমার দেওয়ার চিহ্ন দেখা যায়নি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপকারভোগীরা বলেন, আমরা সামাজিক বনায়নের জন্য সরকারের কাছ থেকে জায়গা নিয়ে আগর গাছ লাগিয়েছি। আগর গাছের সাথে ফসল হিসেবে লেবু, পান ইত্যাদি লাগাই। আগর গাছ বড় হতে সময় লাগে এই সময়ে আমরা লাগানো ফসল দিয়ে জীবিকা নির্বাহ করি। ফসলের সাথে সেগুন, মেহগনিসহ অনেক ধরনের গাছও রয়েছে।

বেশ কয়েকমাস ধরে একটি সমস্যা দেখা দিয়েছে যে, প্রায় রাতেই চোরেরা এসে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এই গাছের ৬০ শতাংশ আমাদের বাকিটা সরকারের।

এখন এ বিষয়ে বন বিভাগ গাছ চুরি বন্ধ করতে কোন পদক্ষেপ নিচ্ছেন না। কেন নিচ্ছেন না সেটা আমরা বুঝতে পারছি না। গাছ চুরি হওয়ার পর গাছের গুরিতে সিজ হেমার লাগানোর কথা। তবে বন বিভাগের লোকেরা এ বিষয়গুলো গুরুত্ব দিচ্ছেন। চোরদের বিরুদ্ধে কোন মামলাও করছে না।                                                                                                                                                                   

Bootstrap Image Preview